গলাচিপায় নিত্য প্রয়োজনীয় পন্যের উর্ধ্বগতিতে বাজার মনিটরিং এর দাবী করলেন প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়

গলাচিপায় নিত্য প্রয়োজনীয় পন্যের উর্ধ্বগতিতে বাজার মনিটরিং এর দাবী করলেন প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়
রিপন,পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে সারাদেশের মানুষ কর্মহীন হয়ে পড়েছে অপরদিকে শুরু হওয়া রমজান এই দুই সুযোগে এক শ্রেণীর মুনাফালোভীরা সারাদেশে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বাড়িয়ে দেয়ায় দিন দিন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বাজারের এই উর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সরকারীভাবে বাজার মনিটনিং এর জোর দাবী জানিয়েছেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয়। গলচিপা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে সারাদেশের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই সূযোগে এক শ্রেণীর মজুদদার ও মুনাফালোভিরা সারাদেশে চাউল, ডাউল, আটা, আলু, পেয়াজ, রসুন, তেল, আদা, চিনি-সহ নিত্য প্রয়োজনীয় পন্যের দাম লাগামহীন ভাবে বাড়িয়ে দিয়েছে। যার ফলে দিন দিন খেটে খাওয়া সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ করোনা ভাইরাসের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পন্যের দাম নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। এ ব্যাপারে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় বাজারের এই উর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সরকারীভাবে কঠোর হয়ে বাজার মনিটরিং এর জোর দাবী জানান। তিনি আরো বলেন, এখন রমজান মাস চলছে যাতে গলাচিপা উপজেলার রোজাদাররা নিত্য প্রয়োজনীয় পণ্য সরকারী নীতিমালা অনুযায়ী কিনতে পারে সেদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সমাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানান। গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড বলেন, বার বার সাবান পানি দিয়ে হাত ধুবেন করোনা থেকে মুক্ত থাকবেন। এ শ্লোগানকে সামনে রেখে গলাচিপা উপজেলার সকল মুসল্লীদের উদ্দেশ্যে বলেন, আমরা সকলে রোজা রাখি, আল্লাহর এবাদত করি, আল্লাহ আমাদের সকলকে রক্ষা করবেন।